নড়াইলে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

2 months ago 84
নড়াইলের কালিয়ায় পানিতে ডুবে নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।  বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত দুই শিশু হলো— আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ (২২ মাস) ও একই গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (২১ মাস)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দুজনের মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তারা বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির দক্ষিনপাশে উঠানের সঙ্গেই লাগোয়া ডোবায় তাদের পড়ে থাকতে দেখেন। স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানি বিশ্বাস বলেন, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। 
Read Entire Article