নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা
নড়াইলের নড়াগাতীতে ইমদাদ আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) নিহত ইমদাদ আলীর স্ত্রী সোনিয়া আক্তার বন্যা বাদী হয়ে নড়াগাতী থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে। গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমদাদ আলী নড়াগাতীর ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, চুন্নু শেখ, রাসেল শেখ, শামীম সরদার, লিপন শেখ, পারভেজ শেখ, আশিক শেখ, আতিক শেখ, জাকির শেখ, নাইম মোল্যা, আছাদ শেখ, হুমায়ূন শেখ, রসুল শেখ ও সোহেল শেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের সঙ্গে ইমদাদ আলীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইমদাদ আলী পারিবারিক কাজে বাজারের দিকে রওনা হন। আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি যোগানিয়া বাজারের আমতলা মোড়ে পৌঁছালে আগে
নড়াইলের নড়াগাতীতে ইমদাদ আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) নিহত ইমদাদ আলীর স্ত্রী সোনিয়া আক্তার বন্যা বাদী হয়ে নড়াগাতী থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমদাদ আলী নড়াগাতীর ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, চুন্নু শেখ, রাসেল শেখ, শামীম সরদার, লিপন শেখ, পারভেজ শেখ, আশিক শেখ, আতিক শেখ, জাকির শেখ, নাইম মোল্যা, আছাদ শেখ, হুমায়ূন শেখ, রসুল শেখ ও সোহেল শেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের সঙ্গে ইমদাদ আলীর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইমদাদ আলী পারিবারিক কাজে বাজারের দিকে রওনা হন। আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি যোগানিয়া বাজারের আমতলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে চারপাশ থেকে ঘিরে মারধরের চেষ্টা চালায়। প্রথমে চুন্নু শেখ বুকের উপরের বাম পাশে কোপ দেন। এরপর অন্যান্য আসামি লাঠি, রামদা, হাতুড়ি, ছুরি ও গুপ্তিসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তার পেট, বুক, পা ও শরীরে ধারাবাহিক আঘাত চালায়। আসামিরা ইমদাদ আলীর বুকে ও তলপেটে এলোপাথাড়ি লাথিগুতাসহ বুকের উপর উঠে পাড়াতে থাকলে তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন। আসামিরা তার মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীরা অস্ত্রশস্ত্রধারী আসামিদের ঠেকাতে ব্যর্থ হন। গুরুতর আহত অবস্থায় ইমদাদ আলীকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার জিডি নং-১২০১ অনুযায়ী লাশ মর্গে পাঠানো হয়। গত ২৫ নভেম্বর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরই সোনিয়া আক্তার বন্যা নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মুঠোফোনে জানান, "মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।"
What's Your Reaction?