নড়াইলে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন ও একজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং অন্য আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাহজাহান আলী এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত দুজন হলেন- পটুয়াখালী সদর উপজেলার চামটা গ্রামের ফারুক হোসেন খান, কাউখালি উপজেলার শিয়ালকাঠির রফিকুল ইসলাম সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরিন সাদ নামে একটি জাহাজে সুকানির কাজ করতেন পিরোজপুরের কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার সাব্বির। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় সাব্বিরের সঙ্গে শেষ কথা হয় তার স্ত্রীর। এরপর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩ অক্টোবর নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার ডুমুরিয়া এলাকায় মধুমতী নদী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ছবি দেখে সাব্বিরের মরদেহ শনাক্ত করে পরিবার। পরে নিহতদের শ্যালক মহিদুল বাদী হয়ে জাহাজে কর্মরত ফারুক, রফিকুল, সাজ্জাদ ও শহিদুলের নাম উল্লেখসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে নড়াগাতী থানায় হত্যা মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু কালবেলাকে বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সাব্বিরকে হত্যা করে জাহাজ থেকে নদীতে ফেলে দেওয়া হয়। এ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন ও একজনের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিরোজপুরের কাউখালি উপজেলার শিয়ালকাঠির শহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।