নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৩ জনের এবং স্থগিত রয়েছে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ ঘোষণা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৩ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, আঃ রহমান। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১৫ জন প্রা

নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৩ জনের এবং স্থগিত রয়েছে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৩ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, আঃ রহমান।

ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১৫ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।

অপরদিকে নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ মো. মনিরুল ইসলাম, সোয়েব আলী।

এ আসনে জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow