নয়নের মানহানি, এনসিপি নেতা নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

7 hours ago 3
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান নামে এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে নয়নকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাসীর। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নয়ন বলেন, খুব শিগগিরই আমি তার (নাসীরুদ্দীন পাটওয়ারী) বিরুদ্ধে মামলা করব। এর আগে গত শনিবার এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে, সে টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ সময় যুবদল নেতা নয়নের নাম উল্লেখ করে নাসীর বলেন, বিএনপির (যুবদলের) ঢাকা মহানগরের একজন নেতা আছে, নয়ন। ও যে পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে—ওই টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট হওয়া সম্ভব। নাসীরের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। গত শনিবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
Read Entire Article