নয়াপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

3 months ago 47

নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিক্ষোভ-মিছিল শুরু করেন তারা। এসময় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন। ছাত্রদলের সদ্য ঘোষিত ২৬০ সদস্য বিশিষ্ট ঢাউস কমিটির অনিয়ম ও অসংগতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন পদবঞ্চিত নেতারা তাদের ত্যাগের কথা তুলে ধরেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদবঞ্চিতদের আশ্বস্ত করে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়ে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন।

এসময়ে পদবঞ্চিতদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির শাহ পাটোয়ারী, জিহাদুল ইসলাম রঞ্জু, এস এম মাহমুদুল হাসান রনি, জহির হাসান মোহন, মারজুক আহমেদ, সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাাদক শরিফুল ইসলাম শরীফ, মুজাহিদুল ইসলাম, নাইম মাহমুদ, রুবেল হোসেন, লিটন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো.মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক কামাল( সজীব হাওলাদার), সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, জিএম রাকিব হাসান রকি, রনি হাওলাদার, মো. মানিক ভূইয়া, নজরুল ইসলাম রাঢ়ি, কাজী সাইমন সিরাজী প্রমুখ।

পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২৮ অক্টোবরের পর রাজপথে থাকা অসংখ্য ছাত্রনেতাকে বাদ দিয়েছে রাকিব-নাছির কমিটি। পরিকল্পিতভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল মেরে সেটি পদবঞ্চিতদের ঘাড়ে চাপানো হচ্ছে। এসময় কেন্দ্রীয় কমিটিতে পদনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রামে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কেএইচ/এসআইটি/জিকেএস

Read Entire Article