‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

2 weeks ago 11
ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু ঘোষণা করেছেন, তিনি রাজনীতিবিদ ও কর্মকর্তাদের মধ্যে যারা অযৌক্তিক সুবিধা নিচ্ছেন, তাদের খুঁজে বের করা হবে। শুক্রবার (২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন মনে করে বেশিরভাগ রাজনীতিবিদ কেবল ‘নিজেদের পকেট ভরছেন’। বার্তাসংস্থা এএফপি জানায়, ফ্রান্সের বিশাল বাজেট ঘাটতি মোকাবেলায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করেছেন বেরু। তবে এই ব্যয়সংকোচন কর্মসূচি ইতোমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিও বার্তায় বেরু তার সংস্কার প্রচারণা ব্যাখ্যা করেছেন। সর্বশেষ ভিডিওতে তিনি বলেন, বহু মানুষ মনে করেন সরকারকে প্রথমে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বিশেষ সুবিধাগুলো কমাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। কারণ জনগণের একটি বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতিবিদরা নিজেদের পকেট ভরছেন। এটি জনসাধারণের অর্থের অপচয়। তিনি আরও যোগ করেন, আমাদের পরিষ্কার করতে হবে—কোনো রাজনীতিবিদ বা সংসদ সদস্য কি অযৌক্তিক, অতিরিক্ত বা অগ্রহণযোগ্য সুবিধা পাচ্ছেন? সম্প্রতি উগ্র ডানপন্থি ন্যাশনাল র‌্যালির নেতা মেরিন লি পেন ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য অনেক ফরাসি রাজনীতিবিদও একই ধরনের মামলায় জড়িত হয়েছেন। বেরু প্রতিশ্রুতি দেন, কেউ অন্যায্য সুবিধা পেলে তা নির্মূল করা হবে।
Read Entire Article