পঞ্চগড়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
পঞ্চগড়ের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন ও ঐক্য পরিষদের আহ্বানে রোববার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এর ফলে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকেরা ক্লাস না নেওয়ায় মাঠে খেলাধুলা করে সময় কাটাচ্ছে শিশু শিক্ষার্থীরা। কোনো কোনো স্কুলে দু-একটি ক্লাস নেওয়ার পর শিক্ষকেরা কর্মবিরতিতে যোগ দিচ্ছেন।স্থানীয় শিশু শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, এভাবে চলতে থাকলে শিশু শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সরেজমিনে সদর উপজেলার কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষকেরা ক্লাস না নিয়ে একাডেমিক ভবনের সামনে চেয়ারে বসে সময় কাটাচ্ছেন।বিদ্যালয়টির সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ পঞ্চগড়ের সদস্য বুলবুল আহমেদ জানান, তাঁদের সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষিকা ইয়াছমিন আকতারের নির্দেশে তাঁরা কর্মবিরতি পালন করছেন। তিনি আরও বলেন, "আমাদের দাবি যৌক্
পঞ্চগড়ের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১১তম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন ও ঐক্য পরিষদের আহ্বানে রোববার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এর ফলে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষকেরা ক্লাস না নেওয়ায় মাঠে খেলাধুলা করে সময় কাটাচ্ছে শিশু শিক্ষার্থীরা। কোনো কোনো স্কুলে দু-একটি ক্লাস নেওয়ার পর শিক্ষকেরা কর্মবিরতিতে যোগ দিচ্ছেন।
স্থানীয় শিশু শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, এভাবে চলতে থাকলে শিশু শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সরেজমিনে সদর উপজেলার কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শিক্ষকেরা ক্লাস না নিয়ে একাডেমিক ভবনের সামনে চেয়ারে বসে সময় কাটাচ্ছেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ পঞ্চগড়ের সদস্য বুলবুল আহমেদ জানান, তাঁদের সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষিকা ইয়াছমিন আকতারের নির্দেশে তাঁরা কর্মবিরতি পালন করছেন। তিনি আরও বলেন, "আমাদের দাবি যৌক্তিক। এই দাবি মানা না হলে আমরা আগামীতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নেওয়া বর্জন করব।"
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন ও ঐক্য পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক এবং ছলিয়াপাড়া শেকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইয়াছমিন আরা জানান, তাঁরা কেন্দ্রের নির্দেশে এই কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না পাওয়া পর্যন্ত পঞ্চগড়ের সকল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহম্মেদ জানান, সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালনের খবর তিনি পেয়েছেন। তিনি সহকারী শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করে বোঝানোর চেষ্টা করছেন যাতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত না হয়। তিনি আরও উল্লেখ করেন, সারা দেশেই সহকারী শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন।
What's Your Reaction?