পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সময় মোঃ আলম (৪৫) ও শফিউল ইসলাম (২৪) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। এর আগে রোববার ভোররাতে জেলার বোদা উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলেন জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মৃত মোজাহারের ছেলে আলম ও একই এলাকার তৌহিদুল ইসলামেট ছেলে শফিউল ইসলাম। বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় রোববার ভোররাতে আনুমানিক ৫টা ১৫ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া এলাকায় নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলম ও শফিউল নামে ওই দুইজনকে আটক

পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সময় মোঃ আলম (৪৫) ও শফিউল ইসলাম (২৪) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে রোববার ভোররাতে জেলার বোদা উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷

আটককৃতরা হলেন জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মৃত মোজাহারের ছেলে আলম ও একই এলাকার তৌহিদুল ইসলামেট ছেলে শফিউল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় রোববার ভোররাতে আনুমানিক ৫টা ১৫ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া এলাকায় নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলম ও শফিউল নামে ওই দুইজনকে আটক করা হলে পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বোদা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি ও প্রস্তুতি বজায় রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow