পঞ্চগড়ে আকস্মিক সফর করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার (৬ নভেম্বর) বিকেলে তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছর করে দেওয়া উচিত।
ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ্য করে সারজিস আলম বলেন, পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের মেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করেছেন।
তিনি আরও বলেন, আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যেই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।
সারজিস আলম বলেন, আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন দলকানা না হই। অন্যথায় কেউ ফ্যাসিস্ট হয়ে যাবে, এক নায়ক হয়ে যাবে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করবো। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।
তারা ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
সফিকুল আলম/জেডএইচ/জিকেএস