পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষের বাড়িতে হামলা

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্তেও প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে প্রতিপক্ষের জমিতে বসবাস করা পরিবারটি নিরাপত্তাহীনতায় উদ্বেগ উৎকন্ঠা নিয়ে দিনাতিপাত করছে একটি পরিবার । আর যাতে হামলা না হয় এজন্য পঞ্চগড় সদর থানায় হামলাকারীদের বিরূদ্ধে সাধারন ডায়েরী করেছে জমির মালিক। হামলার ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দালালপাড়া গ্রামে। গত দুদিন ধরে পরিবারটির উপর প্রতিপক্ষরা হামলা করছেন সাধারন ডায়েরী এলাকাবাসী এবং জমির মালিক আব্দুল কাদেরের সাথে কথা বলে জানা যায় দালালপড়া গ্রামের আব্দুল কাদেরের ভোগ দখলীয় ১৩ শতক জমি নিয়ে আইনুল হক গনের সাথে আদালতে মামলা চলমান। আব্দুল কাদের তার বর্গাচাষী ময়নুল হককে সেখানে বাড়ি নির্মান করে দেন । কিন্তু বার বার আব্দুল কাদেরকে হুমকি প্রদানের কারনে বর্গাচাষীর বাড়িতে যাতে কোনরূপ বেদখল বা বাধা সৃস্টি না করতে পারেন সেজন্য আব্দুল কাদের গত ১৭ সেপ্টেম্বর দালাল পাড়া গ্রামের আইনুল হক তার ছেলে মেহেদি হাসান জয়নুল এবং স্ত্রী নাজিমা আকতার এবং মেহেদি হাসানের স্ত্রী কাজল রেখার বিরূদ্ধে আদালতে নিষেধাজ্ঞা মামলা আনয়ন করলে আদালত চলতি নভেম্বর মাসে বিবাদীদের বিরূদ

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষের বাড়িতে হামলা

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্তেও প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে করে প্রতিপক্ষের জমিতে বসবাস করা পরিবারটি নিরাপত্তাহীনতায় উদ্বেগ উৎকন্ঠা নিয়ে দিনাতিপাত করছে একটি পরিবার । আর যাতে হামলা না হয় এজন্য পঞ্চগড় সদর থানায় হামলাকারীদের বিরূদ্ধে সাধারন ডায়েরী করেছে জমির মালিক।

হামলার ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দালালপাড়া গ্রামে। গত দুদিন ধরে পরিবারটির উপর প্রতিপক্ষরা হামলা করছেন সাধারন ডায়েরী এলাকাবাসী এবং জমির মালিক আব্দুল কাদেরের সাথে কথা বলে জানা যায় দালালপড়া গ্রামের আব্দুল কাদেরের ভোগ দখলীয় ১৩ শতক জমি নিয়ে আইনুল হক গনের সাথে আদালতে মামলা চলমান। আব্দুল কাদের তার বর্গাচাষী ময়নুল হককে সেখানে বাড়ি নির্মান করে দেন । কিন্তু বার বার আব্দুল কাদেরকে হুমকি প্রদানের কারনে বর্গাচাষীর বাড়িতে যাতে কোনরূপ বেদখল বা বাধা সৃস্টি না করতে পারেন সেজন্য আব্দুল কাদের গত ১৭ সেপ্টেম্বর দালাল পাড়া গ্রামের আইনুল হক তার ছেলে মেহেদি হাসান জয়নুল এবং স্ত্রী নাজিমা আকতার এবং মেহেদি হাসানের স্ত্রী কাজল রেখার বিরূদ্ধে আদালতে নিষেধাজ্ঞা মামলা আনয়ন করলে আদালত চলতি নভেম্বর মাসে বিবাদীদের বিরূদ্ধে নিষেধাজ্ঞা দেয়।

এতে আদেশ হয় যে ১/ ২নং বিবাদীগনে বিরূদ্ধে সিভিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী ১৩ শতক জমিতে প্রবেশ কিংবা ভাংচুর এবং জমির আকৃতি পরিবর্তন এবং বর্গাচাষি ময়নুলের বাড়ি ভোগ দখলে কোন বাধা সৃস্টি করতে পারবেনা । কিন্ত গত দুদিন ধরে ময়নুলকে অনবরত হুমকি গালিগালাজ করতে থাকে মেহেদি হাসান জয়নুল এবং স্ত্রী নাজিমা আকতার এবং মেহেদি হাসানের স্ত্রী কাজল রেখা এক পর্যায়ে আব্দুল কাদেররে বর্গাচাষী ময়নুলের বাড়িঘর ভাংচুর করে হামলা চালায় । এতে বর্গাচাষী ময়নুলের বাড়ির বেড়া শয়নঘরের টিনের বেড়া ভেঙ্গে ফেলে। ময়নুল বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন। উপায় না পেয়ে বর্গাচাষী ময়নুলের বাড়িতে হামলা ঠেকাতে পঞ্চগড় সদর থানায় ২৫ নভেম্বর সাধারন ডায়েরী করেছেন। হামলা ভাংচুরের বিষয়ে জানতে চাওয়া হলে আইনুল হকের স্ত্রী নাজিমা আকতার জানান আদালতের নিষেধাজ্ঞা আছে কিন্ত আমরা আপিল করেছি বার বার আমাদের জমির বাশ কেটে নিয়ে যায় ময়নুল এজন্য সামান্য গালিগালাজ হয়েছে কিন্তু হামলা করা হয়নি।

জমির মালিকা আব্দুল কাদের জানান আমি আদালতে মেহেদী হাসান ও তার পরিবারের বিরূদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন। কিন্ত আদালতের নিষেধাজ্ঞা থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেহেদী হাসান তার স্ত্রী সহ তার পরিবারের লোকজন আমার বর্গাচাষী ময়নুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির বেড়া এবং টিনের ঘর ভাংচুর করছে এজন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পঞ্চগড় সদর থানায় সাধারন ডায়েরী করে বিচার চেয়েছি। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান হামলার ঘটনায় জমির মালিক দাবী করে আব্দুল কাদের সাধারন ডায়েরী করেছেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow