পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত

4 weeks ago 14

পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে কনকনে শীত। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও কোনো উত্তাপ নেই। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

সোমবার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে ঘন কুয়াশা কাটলেও দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে কনকনে শীত বেড়েছে।

সফিকুল আলম/এফএ/জেআইএম

Read Entire Article