পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমেছে। ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে কনকনে শীত। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও নেই উত্তাপ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তিনদিন ধরেই দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) ২৪ এর মধ্যেই উঠানামা করছে।
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে ঘনকুয়াশা কাটলেও দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়ে শীতের দাপট। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগে পড়ে।
জেলা শহরের জালাসী পাড়ার ভ্যানচালক নজির উদ্দিন বলেন, কয়েকদিন ধরে ঠাণ্ডার কারণে আয় রোজগার কমে গেছে। প্রতিদিন সাত থেকে আটশ টাকা আয় হতো। এখন দুই-তিনশ টাকা ভাড়া হয়। ঠাণ্ডায় কেউ ভ্যানে উঠে না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।।
সফিকুল আলম/এএইচ/জেআইএম