পঞ্চগড়ে ট্রাকচাপায় উপজেলা অফিসের কর্মচারী নিহত

পঞ্চগড়ের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনারুল ইসলাম (৪৭) নামে এক উপজেলা অফিসের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাহারউদ্দিনের ছেলে এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনারুল ইসলাম মোটরসাইকেলে করে বাসা থেকে আটোয়ারীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে করতোয়া সেতুতে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকার সামনে পড়ে যান। ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে আসে।খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। বর্তমানে আনারুলের লাশ পঞ্চগড় সদর থানা চত্বরে পুলিশ হেফাজতে রয়েছে।এই ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের সহকারী মজিবর শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, এ

পঞ্চগড়ে ট্রাকচাপায় উপজেলা অফিসের কর্মচারী নিহত

পঞ্চগড়ের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনারুল ইসলাম (৪৭) নামে এক উপজেলা অফিসের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাহারউদ্দিনের ছেলে এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনারুল ইসলাম মোটরসাইকেলে করে বাসা থেকে আটোয়ারীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে করতোয়া সেতুতে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকার সামনে পড়ে যান। ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে গিয়ে মগজ বেরিয়ে আসে।

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা আনারুলের লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যায়। বর্তমানে আনারুলের লাশ পঞ্চগড় সদর থানা চত্বরে পুলিশ হেফাজতে রয়েছে।

এই ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের সহকারী মজিবর শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, এই ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ট্রাক জব্দ করে হেলপারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow