পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রি

3 weeks ago 21

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। শুক্রবার সকাল ৯টায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি।

প্রতিদিনের মতো শুক্রবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি। তবে প্রতিদিন বিকেলের পর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সফিকুল আলম/জেডএইচ/জিকেএস

Read Entire Article