চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে খুন হয়েছেন মো. আলাউদ্দিন (৩৬) নামের এক যুবক। শনিবার দিনগত রাত ২টার দিকে নগরীর হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
খুনের শিকার মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার নুর জাহান নোয়াখালীর মাইজদীর পূর্ব মাইজচর এলাকার প্রয়াত নুরুল ইসলামের মেয়ে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, আলাউদ্দিন পেশায় দিনমজুর। একেক সময় একেক ধরনের কাজ করতেন তিনি। কখনো রিকশা চালাতেন, কখনো ইটভাটায় কাজ করতেন। আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দেওয়ার পর ৯ বছর আগে নুর জাহানকে বিয়ে করেন আলাউদ্দিন। তাদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। এতে কলহ ও ক্ষোভ থেকে স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন নুর জাহান।
ওসি আরও বলেন, নিহত আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম