পঞ্চম বিয়ে করায় স্বামীকে খুন করলেন চতুর্থ স্ত্রী

5 hours ago 4
চট্টগ্রামের হালিশহরে মো. আলাউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী নুর জাহান। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে। হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মতি আলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর। নুর জাহান নোয়াখালীর মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান। হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহান। সম্প্রতি আলাউদ্দিন আবারও বিয়ে করেছেন। এ ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে খুনের ঘটনাটি ঘটেছে। ঘাতক স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
Read Entire Article