পটুয়াখালীতে আতশবা‌জি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু

1 day ago 15

পটুয়াখালীতে আতশবা‌জি ফোটানোর সময় মো. রা‌ফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মার্চ) রাতে ৮টার দিকে পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রা‌ফি পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া এলাকার ব্যবসায়ী মো. ম‌নির হোসেনের ছেলে। রা‌ফির মামা মো. বশার উদ্দিন জানান, আমার ভাগনে চাঁদ দেখার পরে দোকান থেকে আতজবা‌জি কিনে এনে ফোটাতে শুরু করেন। আমি তাকে নিষেধ করে... বিস্তারিত

Read Entire Article