পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১

3 days ago 19

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীতে আতশবাজি ফোটানোর সময় এক শিশু নিহত হয়েছে। রোববার (৩০ মার্চ) রাত ৮টার দিকে পটুয়াখালী সদরের মুনসেফ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মনির হাওলাদারের ৮ বছরের শিশু রাফি ঈদ উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় দগ্ধ হয়। পরিবারের লোকজন উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় পৃথক ঘটনায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামের আবদুল বারেক তালুকদারের ছেলে বেল্লাল (১৬) এবং সেলিম তালুকদারের ছেলে রাব্বি (১৩) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন সরকার জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মক আঘাত করেছে। যে কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ছাড়া আতশবাজির ঘটনায় আরও দুজন হাসপাতালে এসেছিল। তাদের হাত ও চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article