পটুয়াখালীতে অপহরণের দুদিন পর ব্যবসায়ীকে উদ্ধার

2 weeks ago 17

পটুয়াখালীর বাউফলে অপহরণ হওয়া ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিককে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাইয়া-ডালিমা ব্রিজসংলগ্ন কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, শিবানন্দ রায় শিবু বনিককে উদ্ধারের সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ শিবু বনিককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেফাজতে নেয়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধারে সিআইডি, ডিএসবি, নৌ-ফাঁড়ির পুলিশসহ বাউফল থানা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। উদ্ধারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
 
উল্লেখ, গত বছরের ৩ ডিসেম্বর রাত সোয়া ১০টার দিকে ৭-৮ দুর্বৃত্ত উপজেলার কালাইয়া বাণিজ্য বন্দরের শিবানন্দ রায় শিবু বনিকের দোকানে প্রবেশ করে দুই কর্মচারী তাপস (৩৮) ও সংকরকে (৪০) জিম্মি করে ফেলে। পরে নগদ ৫ লাখ টাকা ও শিবু বনিককে অপহরণ করে পাশের খাল দিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়। 

Read Entire Article