পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার আন্দারমানিক নদীর তীর হেলিপ্যাড মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এ গিয়ে শেষ হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসীর যৌথ আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ুর ন্যায্যতা দাবি করা হয়।
এসময় ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু, অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ ও সংগঠক কামাল হাসান রনি। র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাবের সদস্যসচিব মোশাররফ হোসেন মিন্টু।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম