পটুয়াখালীতে সাবেক এমপি হেলেনের বিরুদ্ধে মামলা

2 hours ago 3

সরকারি কম্বল ও ক্রীড়া সামগ্রী আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত কবির খান পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা মহিলা লীগ সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, তার ছোট ছেলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ হোসেন তালুকদার এবং বড় ছেলে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহিন হোসেন তালুকদার।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে আইনি পদক্ষেপ নেবে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, সাবেক এমপি কাজী হেলেন ও তার দুই ছেলেসহ অজ্ঞাতনামা আসামিরা গরিব-দুস্থদের মাঝে বিতরণের জন্য ২২০০ কম্বল ও ক্রীড়া পরিদপ্তর থেকে পাওয়া ক্রীড়া সামগ্রী বিতরণ না করে বাসায় মজুত করেন। এ তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি চন্দর করসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে খোঁজ করলেও এসব মালামাল পাওয়া যায়নি।

মামলায় আরও বলা হয়, মালামাল না পেয়ে জিজ্ঞাসাবাদকালে কাজী হেলেনের প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন জানান, তার বাসার ছাদে কাজী হেলেন বেশ কিছু কম্বল ও ক্রীড়া সামগ্রী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, ৮ ফেব্রুয়ারি সকালে কাজী হেলেনের লোকজন এসে কম্বল ও ক্রীড়া সামগ্রী সরিয়ে ফেলেন। পরবর্তীতে খোঁজাখুঁজি করার এক সময় লোক মারফত ছাত্র প্রতিনিধিরা জানতে পারেন, মালামালগুলো পটুয়াখালী পৌরসভার ডাম্পিং জোন সংলগ্ন ছাইচ্চার খালের পাশে ফেলে রেখে গেছে।

এ সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর এবং পটুয়াখালী সদর থানা পুলিশের উপস্থিতিতে ২৫ পিস কম্বল, ৩ জোড়া ক্রিকেট প্যাড ও ২টি হেলমেট উদ্ধার করা হয়। যাতে লেখা আছে- ‘ক্রীড়া পরিদপ্তর বিক্রির জন্য নহে।’ এসময় অন্যান্য সরকারি মালামাল খুঁজে পাওয়া যায়নি।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জিকেএস

Read Entire Article