পতনের বাজারে দাপট দেখালো বিআইএফসি

3 months ago 51

গত সপ্তাহে লেনদন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। এই পতনের বাজারেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে কিছু প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দাপট দেখয়েছি সমস্যায় জর্জরিত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ার।

গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৩৮ কোটি টাকার বেশি। শেয়ারের এমন দাম বাড়লেও বছরের পর বছর ধরে কোম্পানিটি পঁচা ‘জেড’ গ্রুপের তালিকায় রয়েছে।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৬ দশমিক ৩৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৮ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১২ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৮ টাকা ২০ পয়সা।

শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগে ২০১২ সালেও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তবে ২০১৩ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটির স্থান হয়েছে জেড গ্রুপে।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি। এর মধ্যে ৪০ দশমিক ৫৫ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৪৯ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪০ দশমিক ৯৬ শতাংশ।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল গ্লোবাল হেভি কেমিক্যাল। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৫ দশমিক ৩৪ শতাংশ। ২৫ দশমিক ১৩ শতাংশ দাম বাড়ার মাধ্যমে এর পরের স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- হামিম ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৬৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ১৭ দশমিক ১৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩ দশমিক ৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১১ দশমিক ১৬ শতংশ এবং তুং হাই নিটিংয়ের শেয়ারের দাম ১১ দশমিক ১১ শতাংশ বেড়েছে।

এমএএস/এমকেআর/জেআইএম

Read Entire Article