পতিত সরকারের সময় সাংবাদিক সংগঠনও মাফিয়া চক্রে জড়িয়ে পড়ে

3 hours ago 10

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, পতিত সরকারের সময় সাংবাদিক সংগঠনের সদস্যরাও মাফিয়া চক্রে জড়িয়ে পড়েন। এটি সংস্কার করতে হবে। মাফিয়া চক্রকে আর সুযোগ দেওয়া যাবে না। কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। যে বিষয়ে প্রতিবেদন তৈরি করবেন ওই বিষয়ের পেছনের তথ্য দেখে নেবেন।

বুধবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা এখন সাংবাদিকতা করেন, তাদের নতুন প্রজন্মের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষিত হতে হবে। এজন্য পিআইবি থেকে সারা দেশে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ফারুক ওয়াসিফ বলেন, পতিত সরকারের সময় মিডিয়া যা বলেছে, বাস্তব চিত্র ছিল উল্টো। সাংবাদিকদের জেগে উঠতে হবে। আকাশের দিকে তাকিয়ে থাকলে হবে না। জমিনের পিঁপড়ার মত তাকাতে হবে। শুধুমাত্র গতানুগতিক উন্নয়নের কথা বলা যাবে না। বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যেখানেই প্রয়োজন সেখানকার বিষয়টি তুলে আনতে হবে।

মহাপরিচালক বলেন, ছাত্র জনতার আন্দোলনে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বেশি অংশ নেয়। মধ্যপন্থীদের দিয়ে বিপ্লব হয় না। বড় ধরণের সংস্কার হয়।

প্রশিক্ষণে জেলা সদরে কর্মরত অনলাইনে, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ সাংবাদিক অংশ নেয়।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রথম দিনে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবুদ্দিন।

শরীফুল ইসলাম/এএইচ/এমএস

Read Entire Article