‘পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করবে চসিক’

2 weeks ago 10
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। এ ছাড়া নারী পর্যটকদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও নিরাপত্তা বৃদ্ধিতে বিচকে আলোকিত করব। বুধবার (২৫ ডিসেম্বর) পতেঙ্গা সি-বিচে পর্যটকদের বিনোদন সুবিধা বাড়াতে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন কার্যক্রম পরিচালনা শেষে মেয়র এসব ঘোষণা দেন। এর আগে তিনি বিচকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা পতেঙ্গা সি-বিচকে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পটে রূপান্তর করতে কাজ করছি। বিচকে পরিষ্কার রাখতে আমরা ১০টি স্পটে বর্জ্যের বিন স্থাপন করেছি। ধারাবাহিকভাবে পুরো বিচ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে বিন স্থাপন করা হবে। নারী ট্যুরিস্টদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও ট্যুরিস্টদের নিরাপত্তা বৃদ্ধিতে বিচে আলোকায়ন করবে চসিক।   এদিকে নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বিএনআরআরবির সামনে বিমানবন্দর সড়কের পাশে পাদচারী-সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন স্টিলের পদচারী-সেতুটির দৈর্ঘ্য হবে ২০ থেকে ২১ মিটার। এতে ওঠানামার জন্য চারটি সিঁড়ি থাকবে।
Read Entire Article