পতেঙ্গায় গাছে ঝুলছিল যুবকের লাশ

3 weeks ago 17

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পতেঙ্গার খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
 
পুলিশ জানায়, আনুমানিক ৩৫ বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয়রা খবর দিলে পতেঙ্গার খেজুরতলা পয়েন্ট এলাকা থেকে গাছে ঝুলন্ত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Read Entire Article