চট্টগ্রামে ওসমান সিকদার নামে এক বিমান কর্মচারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংকরোড থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসমানের বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারে থাকতেন। খুনের শিকার ওসমান হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের বড় ভাই।
সিএমপির পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংকরোডের পাশ থেকে ওসমান সিকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
নিহতের ভাই এমরান সিকদার অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জেরে তার ভাইকে খুন করা হয়েছে। মাথাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাত ৩টার দিকে বাসা থেকে ওসমানকে ডেকে নিয়ে যায় ৭-৮ জন ব্যক্তি।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খুনের ঘটনা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআরএম/এএসএম