পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের ওপর থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে। নিহত দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার ভোরে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে সে দুর্ঘটনার শিকার হয়। সকালে স্থানীয় পথচারীরা তাকে রাস্তার ডিভাইডারের পাশে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে সড়ক দুর্ঘটনায় পতিত হয় সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হব

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের ওপর থেকে মোটরসাইকেল আরোহী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরের চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে। নিহত দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

নিহতের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর হিসেবে কর্মরত দেলোয়ার ভোরে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে উল্লিখিত স্থানে সে দুর্ঘটনার শিকার হয়। সকালে স্থানীয় পথচারীরা তাকে রাস্তার ডিভাইডারের পাশে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে সড়ক দুর্ঘটনায় পতিত হয় সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow