পদত্যাগ করছেন না বিসিবি প্রেসিডেন্ট ফারুক

3 months ago 34

বিসিবি প্রেসিডেন্টের পদ ছাড়ছেন না ফারুক আহমেদ। সরকারের অসন্তোষ থাকলেও নির্দিষ্ট কোনো কারণ না থাকায় পদত্যাগ করতে চান না বলে জানিয়েছেন তিনি। কালবেলাকে ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবি প্রধানের পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

বিসিবি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ নিয়ে হঠাৎ করে নাটকীয়তা তৈরি হয়। এরপর গত রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফারুক আহমেদ। সেখানে তার প্রতি সরকারের অসন্তোষের কথা জানানো হয়। যদিও ঠিক কোন কারণে অসন্তোষ, সেটা পরিষ্কার করা হয়নি। তারপরও বিষয়টি নিয়ে ভাবতে সময় নিয়েছিলেন ফারুক। এরপরই পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক ক্রিকেটারদের পরামর্শেই এমন সিদ্ধান্ত ফারুকের। ক্রিকেটের ক্ষতির কথা চিন্তা করেই ফারুককে পদত্যাগ না করতে অনুরোধ করেন সাবেকরা। এরপরই নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এমন পরিস্থিতিতে ফারুককে সরালেই বিপাকে পড়বে ক্রিকেট বোর্ড। সরকারি হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। তাই ফারুককে জোরপূর্বক সরানোর পথে হাঁটলে সেটা দেশের ক্রিকেটের ভবিষ্যতকে থমকে দিতে পারে।

Read Entire Article