পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পদত্যাগের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন এবং তারা যদি চান, তবে সেই পথেই এগোবেন। তবে তিনি নিশ্চিত করেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পদত্যাগের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান।

বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন এবং তারা যদি চান, তবে সেই পথেই এগোবেন। তবে তিনি নিশ্চিত করেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর)রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই আমি নির্বাচন করব।

ওই দিন তিনি আরও বলেন, এতো বড় দল (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।

দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে, বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা সেদিন বলেছিলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow