পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের তাদেরই সহযাত্রীরা। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতিাবিরোধী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান।   মুহাম্মদ রাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও জনাব মাহফুজ আলম পদত্যাগ করার সাথে সাথে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দিবো।’ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব এবং আরিফ তালুকদার। সেই সময় সংবাদ সম্মেলনে তারা জানান, দলটির সকল অনিয়ম-দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা জড়িত। মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টাই পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের তাদেরই সহযাত্রীরা। অন্যথায় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতিাবিরোধী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাম্মদ রাকিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানান।  

মুহাম্মদ রাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও জনাব মাহফুজ আলম পদত্যাগ করার সাথে সাথে দুদক যেন তদন্ত করে। না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠের কর্মসূচি দিবো।’

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক মুহাম্মদ রাকিব এবং আরিফ তালুকদার। সেই সময় সংবাদ সম্মেলনে তারা জানান, দলটির সকল অনিয়ম-দুর্নীতির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা জড়িত। মন্ত্রিপাড়ায় বসে এই দুই উপদেষ্টাই পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow