‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

অবশেষে ভারতীয় চলচ্চিত্রে বছরের পর বছর অনন্য অভিনয় ও বহুমাত্রিক অবদানের স্বীকৃতি মিলল রাষ্ট্রীয় মঞ্চে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত পদ্ম সম্মানপ্রাপকদের তালিকায় জায়গা করে নিয়ে চমক সৃষ্টি করলেন দেশটির দুই জনপ্রিয় অভিনেতা—আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়ে তাদের এই অর্জন যেন ভারতীয় সিনেমার দুই ধারার এক ঐতিহাসিক মিলন। জানা যায়, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে ভারত সরকার। এই তালিকায় ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন বলে জানা গেছে।  এই দুই অভিনেতা ছাড়াও এ বছরের পদ্ম সম্মান তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান এবং মামুট্টি এবং অলকা পেলেন পদ্ম ভূষণ সম্মান।

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

অবশেষে ভারতীয় চলচ্চিত্রে বছরের পর বছর অনন্য অভিনয় ও বহুমাত্রিক অবদানের স্বীকৃতি মিলল রাষ্ট্রীয় মঞ্চে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত পদ্ম সম্মানপ্রাপকদের তালিকায় জায়গা করে নিয়ে চমক সৃষ্টি করলেন দেশটির দুই জনপ্রিয় অভিনেতা—আর মাধবন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়ে তাদের এই অর্জন যেন ভারতীয় সিনেমার দুই ধারার এক ঐতিহাসিক মিলন।

জানা যায়, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে ভারত সরকার। এই তালিকায় ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন বলে জানা গেছে। 

এই দুই অভিনেতা ছাড়াও এ বছরের পদ্ম সম্মান তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান এবং মামুট্টি এবং অলকা পেলেন পদ্ম ভূষণ সম্মান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow