পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুলেন্স

1 month ago 31

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নাওডোবা এলাকার পদ্মা সেতু ৩০ নম্বর পিলারের উপরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পার হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলারের কাছে এলে ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শিবচরের একটি হাসপাতালে পাঠায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার (ওসি) নকিব আকরাম হোসেন কালবেলাকে বলেন, পদ্মা সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article