দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ইলিশ মাছ। নিজস্ব স্বাদে-গন্ধে বিশ্ব দরবারে রয়েছে যার খ্যাতি। যদিও নানা কারণেই দেশের বাজারে বড় আকারের ইলিশের অপর্যাপ্ততা রয়েছে, সেইসঙ্গে চড়া দামের কারণে সেগুলো খেটে খাওয়া মানুষের পাতে ওঠে না।
তবে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে প্রায় সাড়ে ৪ কেজি ওজনের দুই ইলিশ। যেগুলো বিক্রি হয়েছে ১৯ হাজার ৭০০ টাকায়!
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে একটি আড়তে মাছ দুটি নিলামে তোলা হয়।
তখন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ দুই কেজির বেশি ওজনের ইলিশ দুটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে তিনি সেগুলো বিক্রি করেন ১৯ হাজার ৭০০ টাকায়।
বৃহস্পতিবার সকালে মাছ দুটি দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসী তার পরিবারের জন্য ক্রয় করেছেন।
শাজাহান শেখ বলেন, ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭০০ টাকায় মাছ দুটি দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। প্রবাসী ভাইটি আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে মাছ দুটি পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক কালবেলাকে বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পর পদ্মায় বড় বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। সচরাচর ২ কেজি ওজনের ইলিশ খুব কমই পাওয়া যায় পদ্মায়। তবে মাছগুলো যে এখনো পাওয়া যাচ্ছে, এটা আমাদের জন্য খুশির খবর।

2 hours ago
6









English (US) ·