পদ্মার দুই ইলিশ সাড়ে ১৭ হাজারে বিক্রি

2 hours ago 4
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। পরে ঢাকার এক আমে‌রিকা প্রবাসী মাছগুলো কিনে নেন। এর আগে দৌলত‌দিয়া মাছ বাজারের দোলোয়ারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ ৩ হাজার ৮০০ টাকা কে‌জিদরে মোট ১৫ হাজার ৯৬০ টাকায় মাছ দুটি কিনে নেন।  মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, মাছ দুটি মিলন হালদারের জালে ধরা পড়ে‌ছিল। সে দেলোয়ারের আড়তি নিয়ে আসলে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে ২ কে‌জি ২০০ ও ২ কে‌জি সাইজের দুটি ইলিশ ৩ হাজার ৮০০ টাকা কে‌জিদরে কিনে নিই। পরে মোবাইলে যোগা‌যোগ করে ৪ হাজার ২০০ টাকা কে‌জি দরে মোট ১৭ হাজার ৬৪০ টাকায় এক আমে‌রিকা প্রবাসীর কাছে বিক্রি ক‌রেছি।
Read Entire Article