পদ্মার ১৮ কেজির কাতল ৩৮ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৩৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্ণেশনা এলাকায় জেলে রহমান হালদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ বিক্রেতা ও ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সন্ধ্যার দিকে কাতল মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে জেলে রহমান হালদারের কাছ থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড় মাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যাচ্ছে না।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৩৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্ণেশনা এলাকায় জেলে রহমান হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ বিক্রেতা ও ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সন্ধ্যার দিকে কাতল মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে জেলে রহমান হালদারের কাছ থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড় মাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যাচ্ছে না।
What's Your Reaction?