পদ্মার তীরে দাঁড়িয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া ভিটেমাটির শেষ চিহ্ন খুঁজছিলেন মোসলেম শেখ (৬৫)। তার চোখে পানি। মুখে কেবল একটাই কথা ‘এইখানে আমার বাড়ি আছিল...’। এই বাড়ি, এই জমি যা একসময় ছিল তার গর্ব, সেই সব এখন শুধুই স্মৃতি। এক মাস আগে পদ্মার ভয়াল ভাঙনে ২০ শতাংশ জমিসহ তাঁর বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শুধু মোসলেম শেখ নন, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আহম্মদ... বিস্তারিত