প্রতি শীত মৌসুমের মতো এবারও অতিথি পাখিরা দলে দলে ছুটে এসেছে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে। তবে অভিযোগ উঠেছে, অসাধু শিকারিরা জাল পেতে এসব পাখি ধরে বিক্রি করছেন প্রকাশ্যে। এতে বিলীন হচ্ছে জীববৈচিত্র্য।
স্থানীয়রা জানান, এবার পদ্মার চরে বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, শামুকখোল, বালিহাঁস, হরিয়াল, কাদাখোঁচা, রাজসরালি, পাতিকুট, রামঘুঘু, নিশাচর, ডুবুরি পাখিসহ নানা প্রজাতির অতিথি পাখি আশ্রয়... বিস্তারিত