পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

পবিত্র রমজান মাসের সময় ঘনিয়ে আসছে। মহিমান্বিত এ মাস শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি। জ্যোতির্বিদদের হিসাবে, এ বছর রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পর শুরু হতে যাচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস। তিনি আরও জানান, ২৭ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হতে পারে। অন্যদিকে, রমজান শেষে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশন–এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জ্যোতির্বিদরা ২০২৭ সালের পবিত্র রমজানের সম্ভাব্য তারিখও জানিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ৬ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে এবং ৮ ম

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

পবিত্র রমজান মাসের সময় ঘনিয়ে আসছে। মহিমান্বিত এ মাস শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি। জ্যোতির্বিদদের হিসাবে, এ বছর রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হতে পারে। সে হিসেবে আর মাত্র ৪৬ দিন পর শুরু হতে যাচ্ছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র এ মাস।

তিনি আরও জানান, ২৭ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হতে পারে। অন্যদিকে, রমজান শেষে মধ্যপ্রাচ্যে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশন–এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া জ্যোতির্বিদরা ২০২৭ সালের পবিত্র রমজানের সম্ভাব্য তারিখও জানিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ৬ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে এবং ৮ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিদদের তথ্যমতে, ২০৩০ সাল পর্যন্ত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই রমজান অনুষ্ঠিত হবে। এরপর ধীরে ধীরে রমজান মাস ডিসেম্বরের দিকে সরে যাবে।

সূত্র: দ্য ন্যাশন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow