পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করল স্বামী

2 months ago 18

খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী মনি শেখ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম আবদার শেখ (৪৫)। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আবদার দীর্ঘদিন ধরে ওই গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে ঘরে থাকাবস্থায় মনি ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়ে বস্তায় বেঁধে বাড়ির পেছনে লাশ ফেলে দেন। এ সময় তিনি তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে জখম করেন।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, মনি শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন। তার অসুস্থতার সুযোগে স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে জানান, আসামি মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মৃত আবদার শেখের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Read Entire Article