পরকীয়ার অভিযোগে খুঁটিতে বেঁধে প্রবাসীর স্ত্রীসহ যুবককে নির্যাতন

1 day ago 6

বরিশালের উজিরপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে দুজনকে থানা পুলিশ উদ্ধার করেছে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে উজিরপুরের ধামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক যুগল হলেন- গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও তার পরকীয়া প্রেমিকা উজিরপুরের বামরাইল গ্রামের সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রবাসীর স্ত্রী এবং ওই যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেউ একজন যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই নারী অনেক অনুনয় বিনয় করেও রক্ষা পাননি। 

স্থানীয়রা জানিয়েছেন, সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রীর দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর মোড়াকাঠীস্থ বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে।

যদিও আটক সাদ্দামের বাবা আকবর হোসেন জানিয়েছেন, কয়েক দিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন কেনেন ওই নারী। পরে সেলাই মেশিনের মোটর নষ্ট হয়ে গেছে বলে জানানো হয়। এক পর্যায়ে ওই নারীর বাড়িতে গেলে প্রতিবেশীরা মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে বেঁধে পিটিয়েছে। তার ছেলে নির্দোষ বলেও দাবি করেন তিনি। 

তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে উজিরপুর থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read Entire Article