পরকীয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

2 months ago 9

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়াকে কেন্দ্র করে এক ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমকেও (৪০) কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহতরা হলেন চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবি মৌকলি বেগম (৪৮)।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহিদুলের বাড়িতে ডাক-চিৎকার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এসময় দেখা যায় শহিদুল ইসলাম ও তার ভাবিকে পুকুর পাড়ে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। তার স্ত্রী রেহেনা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. তরিকুল ইসলাম/এসআর

 

 

Read Entire Article