পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

বিগ বস খ্যাত অভিনেত্রী সানা খান বলিউড ছেড়েছেন সেই ২০২০ সালে। কাজি মুফতি আনাস সৈয়দকে বিয়ের পর গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বেছে নিয়েছেন ধর্মের পথ। সফল অভিনেত্রী থেকে পুরোদস্তুর সংসারী এবং ধর্মপ্রাণ সানার জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে এবার ‘বিগ বস ১৯’ খ্যাত বসির আলির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসিরের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আপত্তি জানাচ্ছেন সানা। নেটিজেনদের প্রশ্ন—পরপুরুষ বলেই কি এই দূরত্ব? ঘটনাটি ঘটে সানা ও তার স্বামী মুফতি আনাসের পডকাস্টের একটি পর্ব শেষে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির আলি। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিরা সানা ও বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে সানা মিষ্টি হেসে তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে দেন, তিনি মাঝখানে তার স্বামী মুফতিকে রেখে তবেই ছবি তুলবেন। পরিস্থিতি সামাল দিতে বসির আলিও বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বলেন, “আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।” শেষমেশ মুফতি আনাসকে মাঝখানে রেখেই ছবি তোলা হয়।           View th

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল
বিগ বস খ্যাত অভিনেত্রী সানা খান বলিউড ছেড়েছেন সেই ২০২০ সালে। কাজি মুফতি আনাস সৈয়দকে বিয়ের পর গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বেছে নিয়েছেন ধর্মের পথ। সফল অভিনেত্রী থেকে পুরোদস্তুর সংসারী এবং ধর্মপ্রাণ সানার জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে এবার ‘বিগ বস ১৯’ খ্যাত বসির আলির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসিরের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আপত্তি জানাচ্ছেন সানা। নেটিজেনদের প্রশ্ন—পরপুরুষ বলেই কি এই দূরত্ব? ঘটনাটি ঘটে সানা ও তার স্বামী মুফতি আনাসের পডকাস্টের একটি পর্ব শেষে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির আলি। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিরা সানা ও বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে সানা মিষ্টি হেসে তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে দেন, তিনি মাঝখানে তার স্বামী মুফতিকে রেখে তবেই ছবি তুলবেন। পরিস্থিতি সামাল দিতে বসির আলিও বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বলেন, “আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।” শেষমেশ মুফতি আনাসকে মাঝখানে রেখেই ছবি তোলা হয়।           View this post on Instagram                       A post shared by One100 News (@one100newsmedia)   মুম্বইয়ের ধারাভি থেকে উঠে আসা সানা খান ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমায় কাজ করলেও ২০২০ সালের ৮ অক্টোবর আচমকাই অভিনয় ছাড়ার ঘোষণা দেন। বর্তমানে স্বামী-সন্তান ও ধর্মকর্ম নিয়েই তার জগৎ। ভাইরাল ভিডিওটি দেখে নেটদুনিয়া দ্বিধাবিভক্ত। একাংশ প্রশ্ন তুলছেন, আধুনিক যুগে এসে পাশে দাঁড়িয়ে ছবি তোলায় সমস্যা কোথায়? আবার অন্য একাংশ সানার এই আচরণের ভূয়সী প্রশংসা করছেন। তাদের মতে, সানা যেভাবে নিজের ধর্মীয় মূল্যবোধ ও পর্দার বিষয়টি মেনে চলছেন, তা সত্যিই প্রশংসনীয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow