পরবর্তী জন্মে প্রিয়াংকার স্বামী হতে চান শাহরুখ খান

2 months ago 7

বলিউড বাদশা শাহরুখ খান বরাবরই তার রসবোধ দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন। এবার এক টেলিভিশন অনুষ্ঠানে হাস্যরসের ছলেই জানালেন, পরের জন্মে তিনি নিক জোনাস হতে চান!

ভারতের একটি জনপ্রিয় টিভি শোতে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে উপস্থাপক তাকে মজার একটি প্রশ্ন করেন ‘প্রিয়াংকা চোপড়া বলেছেন, তিনি প্রতিটি জন্মেই প্রিয়াংকাই থাকতে চান। আপনি পরের জন্মে কী হতে চান?’

এই প্রশ্নে মুহূর্তেই হেসে ওঠেন শাহরুখ এবং মজার ছলে বলেন, ‘আমি নিক জোনাস হতে চাই।’

তার এমন উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন স্ত্রী গৌরি খান। পাশেই ছিলেন প্রিয়াংকা চোপড়া, তিনিও হেসে প্রতিক্রিয়া জানান।

শাহরুখের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনার ঝড়। কেউ বলছেন, ‘বাদশা তো রসিকতার রাজাও!’ কেউ আবার বলছেন, ‘শাহরুখ বরাবরই এমন মজা করেন!’

প্রসঙ্গত, নিক জোনাস হলেন প্রিয়াংকার স্বামী। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন বরাবরই আলোচনায় থেকেছে বলিউড ও হলিউডে।

শাহরুখ ও প্রিয়াংকার বন্ধুত্ব ও কাজের ইতিহাসও বেশ পুরোনো। ‘ডন’ সিরিজে দুজনের জুটিও দর্শকদের কাছে ছিল প্রশংসিত।

Read Entire Article