পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে বিমান চলাচল স্থগিত

2 months ago 8

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে কুয়েতের আকাশে বিমান চলাচল স্থগিত করেছে জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

ইরানের ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদক্ষেপ কার্যকর হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং এই অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। এটি সমস্ত আগত এবং বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।

জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ভ্রমণকারী এবং বিমান সংস্থাগুলোকে অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বাস্তবায়িত ব্যবস্থাগুলোতে সম্পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।

এমআরএম

Read Entire Article