পররাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টা, ইসরায়েলের মিশন ব্যর্থ করল ইরান

2 months ago 5

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েল।  তবে দেশটির এ মিশন ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। 

শুক্রবার (২০ জুন) সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দা বাহিনী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা প্রচেষ্টা প্রতিরোধে সফল হয়েছে। দেশটি এই চক্রান্তকে ‘একটি বড় ইসরায়েলি ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং আরাকচি জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুতির মধ্যে এমন তথ্য সামনে এসেছে। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, আরাঘকচির উপদেষ্টা মোহাম্মদ হোসেইন রঞ্জবারান এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, ইরানি গোয়েন্দারা এই হত্যাচেষ্টার ষড়যন্ত্র উদ্ঘাটন করে তা ব্যর্থ করে দিয়েছে।

তিনি লিখেছেন, মায়ের মাটির অজানা সৈনিকদের (ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা) নিরাপত্তা ব্যবস্থার জন্য না হলে, হয়তো কয়েক দিন আগেই তেহরানে এই বড় ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়িত হয়ে যেত। আলহামদুলিল্লাহ, তা ব্যর্থ হয়েছে।

রঞ্জবারান আরও জানান, জেনেভা সফরের ঘোষণা আসার পর থেকেই ইসরায়েলি হামলার আশঙ্কা বেড়েছিল। তবে তিনি বলেন, সাইয়্যেদ আব্বাস আরাঘচি নিজেকে পররাষ্ট্র দপ্তরের প্রধানের চেয়ে মাতৃভূমির একজন সৈনিক বলে মনে করেন।

উল্লেখ্য, সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইরানের একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি তিন দশকের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পারমাণবিক আলোচনা এবং আঞ্চলিক কূটনীতিতে তিনি ইরানের মুখ্য আলোচক হিসেবে বিশ্বপর্যায়ে পরিচিত।

Read Entire Article