কোক স্টুডিও বাংলার গান কবে আসবে? এ প্রশ্নের উত্তর এক বছরের বেশি সময় ধরে খুঁজে ফিরছেন শ্রোতারা। সব শেষ ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। এরপর আর কোনো নতুন গান প্রকাশিত হয়নি তৃতীয় মৌসুমের।
তবে আজ বুধবার রাতে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন—‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজ?’
এরপরই পোস্টের নিচে অনেক ভক্তই মন্তব্য করেছেন—‘গানটি আজই আসুক।’ তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের যাত্রা শুরু হয়। এ মৌসুমে মোট ১১টি গান প্রকাশের কথা থাকলেও এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে মাত্র ৩টি।