জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, পরাজিত শক্তি ও তার দোসররা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে সে লক্ষে তাদের বিচারিক কার্যক্রমকে তরান্বিত করার আহ্বান করা হয়েছে প্রধান উপদেষ্টাকে।
রোববার (২৫ মে) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির এক সংকটকালীন সময়ে আমরা আজ মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এই আলাপচারিতায় সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর, করিডোর, হেফাজতের মামলাগুলো প্রত্যাহার ও নারী সংস্কার কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীও আলোচনায় স্থান পেয়েছে।
জমিয়ত মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে এমতাবস্থায় পদত্যাগ নয় বরং ধৈর্য, সাহসিকতা ও প্রজ্ঞার সঙ্গে সকল চক্রান্ত রুখে দিয়ে আপনি প্রয়োজনীয় সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময়সীমা ঘোষণা করুন।
বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই এ দেশে ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যাবতীয় তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে কোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন।
এএএম/এমএসএম

5 months ago
58









English (US) ·