পরিকল্পনা কমিশনের সদস্য কাউসার আহাম্মদের নিয়োগ বাতিল

2 days ago 8

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদা) অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে রোববার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, কাউসার আহাম্মদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এছাড়া জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তাফা জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগের ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আরএমএম/কেএসআর/জিকেএস

Read Entire Article