পরিচয় মিলল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের

পরিচয় মিলেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের।  তার নাম আব্দুল হান্নান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্দা। পেশায় একজন কন্ট্রাক্টর। তবে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করে আসছেন। বছরে এক-দু’বার গ্রামের বাড়িতে এলেও সেখানে তার স্থায়ী বসবাস নেই। পারিবারিক সূত্র জানায়, আব্দুল হান্নানের শৈশবে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। তার বাবা মরহুম মো. আবুল কাশেম এবং মা মোসা. ফুরকোন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই আলাদাভাবে বসবাস করেন এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ নেই। আব্দুল হান্নানের দুই সন্তানের মধ্যে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। সম্প্রতি তার মা গ্রামে অবস্থান করলেও প্রায় এক মাস আগে তাকেও ঢাকায় নিয়ে যান। বর্তমানে তার গ্রামের বাড়িতে তালা ঝুলছে। স্থানীয়রা জানান, আব্দুল হান্

পরিচয় মিলল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের

পরিচয় মিলেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের। 

তার নাম আব্দুল হান্নান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্দা। পেশায় একজন কন্ট্রাক্টর। তবে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করে আসছেন। বছরে এক-দু’বার গ্রামের বাড়িতে এলেও সেখানে তার স্থায়ী বসবাস নেই।

পারিবারিক সূত্র জানায়, আব্দুল হান্নানের শৈশবে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। তার বাবা মরহুম মো. আবুল কাশেম এবং মা মোসা. ফুরকোন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই আলাদাভাবে বসবাস করেন এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ নেই। আব্দুল হান্নানের দুই সন্তানের মধ্যে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। সম্প্রতি তার মা গ্রামে অবস্থান করলেও প্রায় এক মাস আগে তাকেও ঢাকায় নিয়ে যান। বর্তমানে তার গ্রামের বাড়িতে তালা ঝুলছে।

স্থানীয়রা জানান, আব্দুল হান্নান কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অপকর্মের অভিযোগও নেই। ছোটবেলা থেকেই তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং পরবর্তীতে কন্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন।

তবে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ঘটনায় ব্যবহৃত হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব দিক যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow